ক. পুরাতন নিয়মে, প্রায়শ্চিত্ত সাধারণত একটি পশু বলিদানের মাধ্যমে দেওয়া হত (যেমন: যাত্রাপুস্তক ৩০:১০, লেবীয় পুন্তক ১:৩-৫, ৪:২০-২১)।
খ. নতুন নিয়মেও পুরাতন নিয়মের প্রায়শ্চিত্তের বলিদানের ধারণা বজায় রাখা হয়েছে, কিন্তু মানবজাতির মুক্তি যীশু খ্রীষ্টের সঙ্গে সম্পর্কযুক্ত। পৌল প্রেরিত বলেছেন যে যীশু খ্রীষ্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন (১ করিন্থীয় ১৫:৩)।
প্রায়শ্চিত্ত শব্দটি শুধুমাত্র আদিপাপ মোচনের জন্য খ্রীষ্টের মৃত্যুকে নির্দেশ করা নয়, বরং লোকদের সমস্ত পাপ দূর করার জন্য ব্যবহার করা হয়েছিল। এবং যীশু জগতের পাপ স্থানান্তরিত হওয়ার বাপ্তিস্ম নেওয়ার (মথি ৩:১৫) পর ক্রুশে রক্তপাত করে মানবজাতিকে উদ্ধার করেছেন (লেবীয় পুন্তক ১:১-৫, যোহন ১৯:৩০)।
পৌল প্রেরিত ২ করিন্থীয় ৫:১৪-এ ব্যাখ্যা করেছেন যে ‘একজন সকলের জন্য মৃত্যুবরণ করেছেন,’ তারপর ২১ পদে, ‘আমাদের জন্য,’ গালাতীয় ৩:১৩-তে, ‘তিনি আমাদের জন্য অভিশাপ হয়েছেন’। নতুন নিয়মে যেসব আয়াত যীশুকে বলিদান হিসেবে উল্লেখ করে (যেমন: ইফিষীয় ৫:২), তার মধ্যে রয়েছে যোহন ১:২৯, ৩৬ (‘মেষশাবক’ ―যোহন বাপ্তাইজক) এবং ১ করিন্থীয় ৫:৭ (‘আমাদের নিস্তারপর্ব্ব’ ―প্রেরিত পৌল)।
পৌল স্পষ্টভাবে জানিয়েছেন যে যর্দন নদীতে যীশুর বাপ্তিস্ম গ্রহণ করা জগতের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত ছিল। তিনি রোমীয় ৬ অধ্যায়ে ব্যাখ্যা করেছেন যে যোহন বাপ্তাইজকের দ্বারা যীশুর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সমস্ত পাপ যীশুর উপর স্থানান্তরিত হয়েছিল।
তিনি আরও ব্যাখ্যা করেন যে যীশুর ক্রুশের ঘটনা ছিল পাপের বিচার ও ক্ষতিপূরণ, এবং সকল মানুষের আত্মার জন্যে প্রায়শ্চিত্তের বলিদান নিবেদন করা হয়েছিল।
যীশুর মৃত্যু আমাদের কাছে পুরাতন নিয়মের প্রায়শ্চিত্তের বলিদানের অর্থ বোঝায়। পুরাতন নিয়মের হস্তার্পণ এবং নতুন নিয়মে যীশুর বাপ্তিস্ম সদাপ্রভুর(God) আইন অনুযায়ী (যিশাইয় ভাববাদীর পুস্তক ৫৩:১০, মথি ৩:১৩-১৭, ইব্রীয় ৭:১-১০, ১৮, ১ পিতর ৩:২১)।
নতুন নিয়ম যীশুর বাপ্তিস্ম এবং মৃত্যুর মধ্যে শেষ হয় না, বরং আমরা খ্রীষ্টের সঙ্গে বাপ্তিস্ম নেওয়া এবং তাঁর সঙ্গে মৃত্যুবরণ করাটাই পরিত্রাণকে পূর্ণরূপে সাধন করা বলে উল্লেখ করে (রোমীয় ৬:৩-৭, গালাতীয় ২:১৯-২০)।
এটি আমাদের বলে যে যীশু খ্রীষ্ট জগতের সমস্ত পাপ দূর করার জন্য যোহন বাপ্তাইজকের কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছিলেন এবং এর ফলস্বরূপ ক্রুশবিদ্ধ হয়েছিলেন। যীশু খ্রীষ্ট তাঁর বাপ্তিস্ম এবং রক্তের মাধ্যমে জগতের পাপ মুছে দিয়েছেন এবং এর ফলে যন্ত্রণা সহ্য করেছেন শুধু তাই নয়, মানবজাতির পরিবর্তে শাস্তি গ্রহণ করে শয়তানের শক্তি থেকে আমাদের রক্ষা করেছেন এবং সদাপ্রভুর(God) ক্ষমতায় ফিরিয়ে এনেছেন।
সুতরাং, যীশুর উদ্ধার মানুষকে সদাপ্রভুর(God) সঙ্গে নিকটবর্তী হতে বাধা দেওয়া পাপের সমস্যাকে সমাধান করেছে। এই গুরুত্বপূর্ণ ঘটনা মানুষ এবং সদাপ্রভুর(God) মধ্যে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধার করেছে, একই সঙ্গে পরিত্রাণ, আনন্দ (রোমীয় ৫:১১), জীবন (রোমীয় ৫:১৭-১৮), এবং উদ্ধার (মথি ৩:১৫, যোহন ১:২৯, ইব্রীয় ১০:১-২০, ইফিষীয় ১:৭, কলসীয় ১:১৪) নিয়ে এসেছে।