কোভিড-১৯ এবং আন্তর্জাতিক ডাক পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে, আমরা সাময়িকভাবে আমাদের ‘বিনামূল্যের মুদ্রিত বইয়ের পরিষেবা’ বন্ধ রেখেছি|
এহেন পরিস্থিতিতে এই মুহুর্তে আমরা আপনাদের কাছে ডাকযোগে বই প্রেরণে অসমর্থ| এই অতিমারীর যেন আশু সমাপন ঘটে এবং ডাক পরিষেবার পুনরাম্ভের জন্য প্রার্থনা করুন৷
আদি পুস্তক ১:৩ পদ অনুসারে তিনি সৃষ্টিকর্তা, প্রকৃত ঈশ্বর, সমস্ত বিশ্ব ব্রক্ষান্ডের ঈশ্বর, যিনি জগতের সকল পাপীকে পাপ থেকে উদ্ধার করেছেন (ফিলিপীয় ২:৬ পদ) “ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট”। যোহন ১:২,৩ পদ “আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাঁহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাঁহা ব্যতিরেকে হয় নাই”। যাহোক, যীশু মানুষকে উদ্ধার করতে মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন – এই সত্যকে অবিশ্বাস ক’রে অনেকে পরিত্রাণ থেকে বঞ্চিত হয়েছে। আবার অনেকেই তাঁকে বিশ্বাস করার মাধ্যমেই পরিত্রাণ লাভ করেছে, ঈশ্বরের সন্তান হয়েছে এবং অনন্ত জীবন পেয়েছে। তারা ধার্মিক গণিত হয়েছে।