কোভিড-১৯ এবং আন্তর্জাতিক ডাক পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে, আমরা সাময়িকভাবে আমাদের ‘বিনামূল্যের মুদ্রিত বইয়ের পরিষেবা’ বন্ধ রেখেছি|
এহেন পরিস্থিতিতে এই মুহুর্তে আমরা আপনাদের কাছে ডাকযোগে বই প্রেরণে অসমর্থ| এই অতিমারীর যেন আশু সমাপন ঘটে এবং ডাক পরিষেবার পুনরাম্ভের জন্য প্রার্থনা করুন৷
ঈশ্বর পরিকল্পনাকারী। তিনি সত্যময়, তিনি সার্বভৌম। সেজন্য তিনি পৃথিবীতে তাঁর নিয়ম স্থাপন করেছেন। (১) পাপী মানুষকে পাপ থেকে উদ্ধারের জন্য তিনি নিয়ম ও আজ্ঞা দিয়েছেন। (২) দ্বিতীয় যে নিয়ম তিনি আমাদের দিয়েছেন তা বিশ্বাসের নিয়ম – যা পাপীকে উদ্ধার করে। এই নিয়ম দ্বারা যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে পাপী পরিত্রাণ লাভ করে (রোমীয় ৫:১, ২ পদ)। ঈশ্বর নিরূপিত বিধি পালনের উদ্দেশ্যেই প্রভু যীশু এই জগতে এসেছিলেন, বাপ্তিস্ম গ্রহন করেছিলেন, ক্রুশে রক্ত দিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। জগতের সমস্ত পাপী মানুষকে পরিত্রাণ করার জন্য যীশু নিয়ম স্থাপন করলেন। যারা জল ও আত্মার পরিত্রাণে বিশ্বাস করে তাদের জন্য ঈশ্বর বিশ্বাসের নিয়ম স্থাপন করলেন। যে মানুষ পরিত্রাণ পেতে চায়, ঈশ্বরের সন্তান হতে চায় তাদের জন্য ঈশ্বর বিশ্বাসের নিয়ম স্থাপন করলেন। পরিত্রাণের এটাই একমাত্র পথ। যারা আত্মিক পরিত্রাণের সত্যে বিশ্বাস করে তাদের জন্য স্বর্গে যাবার অনুমতি প্রদান করেছেন।