Search

খ্রীষ্টীয় বিশ্বাসের উপরে যে প্রশ্নগুলি প্রায়শই করা হয়ে থাকে

বিষয় ১: জল ও আত্মা হতে নুতন জন্ম প্রাপ্ত হওয়া

1-4. আমাদের কি “অবশ্যই” যীশুতে বিশ্বাস করতে হবে?

হ্যাঁ, অবশ্যই। “কেননা আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দও এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে” (প্রেরিত ৪:১২ পদ)। কারণ তিনি আমাদের প্রভু, তিনি সর্বাপেক্ষা পবিত্র এবং এটা তাঁরই ইচ্ছা। যীশু ব্যতিরেকে আর কোন ত্রাণকর্তা নাই। তাঁতে বিশ্বাসের মাধ্যমেই আমরা উদ্ধার পাই এবং নুতন জন্ম লাভ করি। একমাত্র তাঁকে বিশ্বাস করার মাধ্যমেই আমরা স্বর্গে যেতে পারি, অনন্তকাল সেখানে থাকতে পারি এবং অবশ্যই তাঁকে আমাদের বিশ্বাস করতে হবে।