কোভিড-১৯ এবং আন্তর্জাতিক ডাক পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে, আমরা সাময়িকভাবে আমাদের ‘বিনামূল্যের মুদ্রিত বইয়ের পরিষেবা’ বন্ধ রেখেছি|
এহেন পরিস্থিতিতে এই মুহুর্তে আমরা আপনাদের কাছে ডাকযোগে বই প্রেরণে অসমর্থ| এই অতিমারীর যেন আশু সমাপন ঘটে এবং ডাক পরিষেবার পুনরাম্ভের জন্য প্রার্থনা করুন৷
1-13. পুরাতন নিয়মের এক বছরের পাপের মুক্তির জন্য কি রকম প্রায়শ্চিত্তের বলিদানের প্রথা ছিল ?
এটা ছিল এক বছরের পাপ একবারে মুক্ত হওয়ার জন্য প্রায়শ্চিত্তের বলিদান প্রথা। মহাযাজক একটি ছাগের মস্তকের উপর হস্তার্পণ দ্বারা ইস্রায়েল জাতির এক বছরের পাপ একবারে সেই ছাগের উপরে অর্পণ করতেন (লেবীয় ১৬:১-৩৪ পদ)। প্রতিদিনকার এবং প্রতি বছরের সকল পাপই একবারে তাঁর বাপ্তিস্মের সময় তাঁর উপরে হস্তার্পণ দ্বারা ঈশ্বরের মেষশাবক যীশু খ্রীষ্টের মাধ্যমে ধৌত হয়ে গেছে।