কোভিড-১৯ এবং আন্তর্জাতিক ডাক পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে, আমরা সাময়িকভাবে আমাদের ‘বিনামূল্যের মুদ্রিত বইয়ের পরিষেবা’ বন্ধ রেখেছি|
এহেন পরিস্থিতিতে এই মুহুর্তে আমরা আপনাদের কাছে ডাকযোগে বই প্রেরণে অসমর্থ| এই অতিমারীর যেন আশু সমাপন ঘটে এবং ডাক পরিষেবার পুনরাম্ভের জন্য প্রার্থনা করুন৷
অগ্নিকৃত উপহারের বেদী দৈর্ঘ্যে ও প্রস্থে ২.২৫ মিটার (৭.৪ ফিট) এবং উচ্চতায় ১.৩৫ মিটার (৪.৫ ফিট) ছিল, বেদীটি শিঠিম কাঠ দিয়ে তৈরী ও পিত্তল দিয়ে মোড়ানো ছিল যখনই ইস্রায়েলীয়রা ওই বেদীর দিকে তাকাত তারা বুঝতে পারত তারা এমন লোক যারা তাদের বিচারে আবদ্ধ এবং নিজেদের পাপের শাস্তি এড়াতে অক্ষম৷ তারা বুঝতে পারত যে বলির পশুকে ঠিক যেভাবে মারা হত, তাদেরকেও তাদের পাপের জন্য মরতে হবে৷ কিন্তু তারা এও বিশ্বাস করত যে যে মসীহ জগতে আসবেন এবং নিজে দন্ডিত হওয়ার দ্বারা তাদের পাপ মুছে দেবেন এবং তাদের পাপের জন্য বলির মেষের ন্যায় মৃত্যুবরণ করবেন৷ হোমবলির বেদী আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের প্রতিবিম্ব৷ যেভাবে নির্দোষ পশুর উপরে হস্তার্পনের দ্বারা তা বলি দেওয়া হত এবং তার রক্ত ছিটিয়ে দেওয়া হত, তেমনি ঈশ্বরের পুত্ররূপে যীশু খ্রীষ্ট আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের সমস্ত দন্ড ভোগ করেছিলেন৷ পুরাতন নিয়মে ঠিক যেভাবে হস্তার্পনের মাধ্যমে হোমের পশুকে সমস্ত পাপ গ্রহণ করতে হত এবং রক্ত সেচন করতে হত,তেমনি যোহন কর্তৃক বাপ্তাইজিত হওয়ার দ্বারা তিনি তাঁর উপরে জগতের সমস্ত পাপ গ্রহণ করেছিলেন এবং ক্রুশে তাঁর রক্ত সেচনের দ্বারা এই সমস্ত পাপের দন্ড বহন করেছেন৷ এই ভাবেই হোম বলির বেদী আমাদেরকে দেখায় যে, যীশু খ্রীষ্ট তাঁর বাপ্তিস্মের দ্বারা আমাদের সমস্ত পাপ তাঁর নিজের উপর তুলে নিয়েছেন, ক্রুশে মরেছেন, পুনরায় মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন, আর এভাবেই আমাদেরকে রক্ষা করেছেন৷