Search

আবাসতাম্বুর অধ্যয়ন

পিত্তলের প্রক্ষালন পাত্র

পিত্তলের প্রক্ষালন পাত্র
 
উপাদান: পিত্তল নির্মিত, সর্বদা জল পূর্ণ
আত্মিক অর্থ: পিত্তল মানে মানুষের বিচারের নিদর্শন৷ সমগ্র মানবজাতির পাপের ভার যোহনের দ্বারা বাপ্তাইজিত হওয়ার মাধ্যমে যীশু নিজের উপরে তুলে নিয়ে নিজে দোষীকৃত হলেন৷ ঠিক তেমনিভাবে প্রক্ষালন পাত্রের অর্থও হলো এই যে, আমরা এর জল দ্বারা ধৌত হয়ে পাপ থেকে পরিস্কৃত হতে পারি, যেমন যীশুর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সমস্ত পাপ তাঁর উপরে অর্পিত হয়েছিল৷
যেসব যাজকেরা আবাস তাম্বুর দায়িত্বে ছিল, তারা আবাস তাম্বুতে প্রবেশ করবার পূর্বে প্রক্ষালন পাত্রের জলে নিজেদের হাত ও পা ধৌত করতেন এবং এভাবে নিজেদের মৃত্যুকে এড়িয়ে যেত৷ পিত্তল পাপের বিচার দন্ডের প্রতীক এবং প্রক্ষালন পাত্রের জল যীশুর বাপ্তিস্মের নিদর্শন, যা তিনি জগতের সমস্ত পাপ নিজের উপরে তুলে নেওয়ার জন্য যোহন বাপ্তাইজকের মাধ্যমে যর্দন নদীতে গ্রহণ করেছিলেন৷ অন্য কথায়, প্রক্ষালন পাত্র দ্বারা আমরা বুঝতে পারি যে, যীশু নিজের উপরে সমস্ত পাপ তুলে নিয়েছিলেন এবং সেই পাপের বিচার দন্ডও তিনি মেনে নিয়েছিলেন৷ প্রক্ষালন পাত্রের জলের অর্থ, পুরাতন নিয়মে আবাস তাম্বুর নীল সুত্র এবং নুতন নিয়মে যোহনের দ্বারা যীশুর বাপ্তিস্ম (মথি ৩:১৫, ১ পিতর ৩:২১)৷
সুতরাং প্রক্ষালন পাত্র দ্বারা যীশুর বাপ্তিস্মকে বোঝানো হয়েছে, এবং এই স্থানেই আমরা দৃঢ় নিশ্চিত হই যে, আমাদের আদি পাপ সহ যীশু আমাদের সমস্ত পাপ বহন করেছিলেন এবং ২০০০ বছর পূর্বে যোহন বাপ্তাইজকের দ্বারা একেবারেই তিনি সেই সমস্ত পাপ ধৌত করেছিলেন৷