Search

আবাসতাম্বুর অধ্যয়ন

সাক্ষ্য সিন্ধুক

নিয়ম সিন্ধুক
 
নিয়ম সিন্ধুকের সামগ্রী
 
সাক্ষ্য সিন্ধুকটি দৈর্ঘ্যে ১১৩ সেমি (৩.৭ ফিট), প্রস্থে ৬৮ সেমি (২.২ ফিট)এবং উচ্চতায় ৬৮ সেমি (২.২ ফিট) এবং শিটীম কাষ্ঠে তৈরী এবং স্বর্ণ দ্বারা মোড়া ছিল৷ সিন্ধুকের অভ্যন্তরে ছিল দশ আজ্ঞা সম্বলিত খোদাই করা দুটি পাথরের ফলক ও মান্না সম্বলিত একটি স্বর্ণের পাত্র এবং পরে হারণের মুকুলিত যষ্টিও এদের সাথে যুক্ত করা হয়েছিল৷
অনুগ্রহের সিংহাসন যা সিন্ধুকের উপরে রাখা থাকত তা সম্পূর্ণ খাঁটি সোনার তৈরী ছিল৷ আর এর উভয় প্রান্তে দুই করূব ছিল, তারা তাদের দুই পক্ষ বিস্তার করে যে সিন্ধুকটি আচ্ছাদন করে থাকত সেটি হল অনুগ্রহের সিংহাসন – আর করূবেরা অনুগ্রহের সিংহাসনের দিকে মুখ করে থাকত৷ অনুগ্রহের সিংহাসন সেই স্থান যেখানে ঈশ্বর তাঁর অনুগ্রহ তাদের উপর বর্ষণ করেন যারা বিশ্বাসে তাঁর নিকট আসে৷
সিন্ধুকের চার কোনায় চারটি স্বর্ণের কড়া রাখা থাকত৷ প্রত্যেক পাশে দুটি স্বর্ণের কড়া রাখা হত, এবং যাতে সাক্ষ্য সিন্ধুক বহন করা যায় সেই জন্য কড়ার মধ্যে বহন দন্ড থাকত৷ এই বহন দন্ড শিটীম কাঠের তৈরী এবং স্বর্ণ দ্বারা মোড়া৷ একপাশে দুটি কড়ার মধ্যে দিয়ে বহন দন্ড রাখা এবং অন্য পাশের দুটি কড়ার মধ্যে দিয়ে বহন দন্ড রাখার মধ্য দিয়ে ঈশ্বর নিশ্চিত করেছেন যাতে লোকেরা এই সিন্ধুক তুলতে পারে ও বহন করতে পারে৷ আর আমাদের প্রভু বলেছেন, “আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাত করিব৷”
সিন্ধুকে বহন দন্ড স্থাপনের দ্বারা ঈশ্বর ইস্রায়েলীয়দের দিয়ে অনুগ্রহ সিংহাসনের সাথে সাক্ষ্য সিন্ধুক বহন করিয়েছিলেন, এর অর্থ হল এই যে ঈশ্বর চান যেন আমরা সমগ্র জগতে সুসমাচার বিস্তার করি৷ এই একই কথা সুগন্ধি বেদীর ক্ষেত্রেও সত্য৷ তা হল, এর উভয় পার্শ্বে কড়া রাখা হত, কড়ার মধ্যে বহন দন্ড রাখা হত, এবং দুইজন লোককে এই বেদী বহন করবার জন্য নিযুক্ত করা হত৷
বছরে একবার মহাযাজক নিস্পাপ বলির রক্ত নিতেন এবং মহা পবিত্র স্থানে প্রবেশ করতেন৷ পরে তিনি সেই রক্ত সাতবার অনুগ্রহের সিংহাসনের উপর ছিটিয়ে দিতেন৷ ঈশ্বর বলেন যে ওই সময়ে তিনি অনুগ্রহের সিংহাসনে তাদের সাথে সাক্ষাত করতেন, যাদের বিশ্বাস মহাযাজকের বিশ্বাসের অনুরূপ৷ অর্থাৎ, বলিদান প্রথায় তাদের পাপ ক্ষমা হয়েছে বলে যারা বিশ্বাস করত, ঈশ্বর তাদের সাথে সাক্ষাত করতেন৷ 
অনুগ্রহের সিংহাসনের উপর বলির রক্ত ছিটানো পাপের বিচার এবং মানবজাতির প্রতি তাঁর অনুগ্রহ প্রকাশ প্রকাশ করে৷ সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্তের দিন, মহাযাজক হারোন ইস্রায়েল জাতির সারা বছরের পাপ মুছে ফেলতে বলিদানের যোগ্য উপহারের মস্তকের উপর হস্তার্পণ করতেন৷ পরে তিনি রক্ত নেওয়ার জন্য সেই পশুর গলা কাটতেন এবং সেই পশুর রক্ত নিয়ে তিরস্করিনীর অভ্যন্তরে অনুগ্রহের সিংহাসনের উপর ছিটিয়ে দিতেন (লেবীয়পুস্তক ১৬:১১-১৬)৷
যে রক্ত ছিটানো হত তার মধ্য দিয়ে ঈশ্বর ইস্রায়েল জাতির সাথে সাক্ষাত করতেন এবং তাদেরকে পাপ ক্ষমার আশীর্বাদ দান করতেন৷ সেটি ইস্রায়েল জাতির প্রতি ঈশ্বরের অনুগ্রহ ছিল যা তিনি বলিদান প্রথার মধ্য দিয়ে স্থির করেছিলেন৷ বলিদান যোগ্য পশুর মস্তকের উপর হস্তার্পণ করে এবং রক্তের দ্বারা ঈশ্বর ন্যায়পূর্ণভাবে তাদের পাপ মুছে দিতেন এবং অনুগ্রহের দ্বারা তাদের পাপ ক্ষমা করে দিতেন৷