Rev. Paul C. Jong
সূচীপত্র
ভূমিকা
অধ্যায় ৪
1. আমরা এমনই, যারা কখনোই মৃত্যুর স্বাদ পাব না বরং অনন্তকাল অবিনশ্বর জীবন উপভোগ করব (গালাতীয় ৪:১-১১)
2. অব্রাহামের বিশ্বাস ও আপনার আমার বিশ্বাস কি একই? (গালাতীয় ৪:১২-৩১)
3. পুনরায় জগতের দুর্বল ও হীন স্বভাবে ফিরে যাবেন না (গালাতীয় ৪:১-১১)
4. আমরা ঈশ্বরের দায়াধিকারী (গালাতীয় ৪:১-১১)
অধ্যায় ৫
1. জল ও আত্মার সুসমাচারের বিশ্বাসে খ্রীষ্টে প্রতিক্ষা করা (গালাতীয় ৫:১-১৬)
2. প্রেম দ্বারা কার্যসাধক বিশ্বাসের ফল (গালাতীয় ৫:১-৬)
3. পবিত্র আত্মায় বশে জীবন যাপন (গালাতীয় ৫:৭-২৬)
4. পবিত্র আত্মার ও মাংসের অভিলাষ (গালাতীয় ৫:১৩-২৬)
5. আত্মার বশে চল (গালাতীয় ৫:১৬-২৬)
6. আত্মার ফল (গালাতীয় ৫:১৫-২৬)
7. মূল্যহীন গৌরবের জন্য নয়, কিন্তু ঈশ্বরের রাজ্যের গৌরবের চেষ্টা করুন (গালাতীয় ৫:১৬-২৬)
অধ্যায় ৬
1. সকলের কাছে ঈশ্বরের মহৎ কাজের কথা বলুন (গালাতীয় ৬:-১-১০)
2. আমরা নিজেরা অবশ্যই অনুতাপের প্রার্থনার বিশ্বাস দূর করব, কারণ ইহা ভুল (গালাতীয় ৬:১-১০)
3. আসুন, আমরা পরস্পর একে অন্যের ভার বহন করে ঈশ্বরের সেবা করি (গালাতীয় ৬:১-১০)
4. ঈশ্বর আমাদের রক্ষা করেছেন কেবল তাঁর ক্রুশীয় রক্তের মাধ্যমে নয়, কিন্তু জল ও আত্মার সুসমাচারের মাধ্যমে (গালাতীয় ৬:১১-১৮)
5. আসুন, আমরা প্রকৃত উপলব্ধি নিয়ে জল ও আত্মার সুসমাচার প্রচার করি (গালাতীয় ৬:১৭-১৮)
খ্রীষ্টধর্ম আজ একমাত্র বিশ্বধর্মে পরিনত হয়েছে| অধিকাংশ খ্রীষ্টিয়ান আজ পাপী অবস্থায় জীবন যাপন করছে কারণ তারা আধ্যাত্মিক বিশ্বাসে নতুন জন্ম প্রাপ্ত হয় নাই| এই কারণ তারা এখন জল ও আত্মার সুসমাচার অবগত হওয়া ব্যতীত কেবল খ্রীষ্টিয়ান মতবাদের উপর নির্ভর করছে|
অতএব, আপনার জন্য প্রয়োজন হলো ত্বকচ্ছেদবাদীদের আধ্যাত্মিক ভ্রমাত্মক জ্ঞান হওয়া, ও এইরূপ বিশ্বাস থেকে দুরে থাকা| অনুতাপের প্রার্থনার অসঙ্গতিগুলি আমরা জানি| এখন আপনার জন্য সময় জল ও আত্মার সুসমাচারের উপর দৃঢ়তার সঙ্গে দাঁড়ানো| যদি আপনি এই প্রত্যেক সুসমাচার বিশ্বাস না করে থাকেন, তবে আমাদের ত্রানকর্তায় বিশ্বাস করতে পারেন| যিনি এমনকি এখনও, জল ও আত্মার সুসমাচার দ্বারা আমাদের কাছে আসছেন| এখন, আপনি জল ও আত্মার প্রকৃত সুসমাচারে বিশ্বাসের অঙ্গীকারে পূর্ণাঙ্গ খ্রীষ্টিয়ান হতে পারেন|