Search

निशुल्क मुद्रित किताबे,
ईकिताबे और ऑडियो किताबे

उत्पत्ति

আদিপুস্তকের উপর ধর্ম্মোপদেশ (II) - মানবের পতন এবং ঈশ্বরের প্রকৃত পরিত্রাণ
  • ISBN9788928231355
  • पृष्ठ253

बंगाली 23

আদিপুস্তকের উপর ধর্ম্মোপদেশ (II) - মানবের পতন এবং ঈশ্বরের প্রকৃত পরিত্রাণ

Rev. Paul C. Jong

সূচীপত্র

মুখপত্র 

অধ্যায় 2
1. আমাদেরকে ঈশ্বর যে আশীর্ব্বাদ করেছেন (আদিপুস্তক ২:১-৩) 
2. মানবজাতির চিন্তাধারাগুলো কুয়াশার মত অন্ধকারাচ্ছন্ন (আদিপুস্তক ২:৪-৬) 
3. আমরা আমাদের বর যীশু খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়েছি (আদিপুস্তক ২:২১-২৫) 

অধ্যায় 3
1. কোন মানুষ বিশ্বাস করুক বা না করুক, সত্য কখনো পরিবর্তন হয় না (আদিপুস্তক ৩:১-৪) 
2. পাপ এই পৃথিবীতে প্রবেশ করল (আদিপুস্তক ৩:১-৬) 
3. আমরা কোথায় আমাদের বিশ্বাস স্থাপন করব? (আদিপুস্তক ৩:১-৭) 
4. ঈশ্বরে বিশ্বাস করার যে শক্তি (আদিপুস্তক ৩:১-৭) 
5. শুধুমাত্র প্রকৃত বিশ্বাসের দ্বারাই আমরা শয়তানকে জয় করতে পারি (আদিপুস্তক ৩:১-৭) 
6. আমরা অবশ্যই সত্য সুসমাচারে বিশ্বাস করার মাধ্যমে শয়তানের ষড়যন্ত্র দমন করব (আদিপুস্তক ৩:১-৭) 
7. শুধুমাত্র ঈশ্বরের উপকারগুলো সর্বদা অন্বেষণ করুন (আদিপুস্তক ৩:১-২৪) 
8. প্রকৃত সুসমাচারে বিশ্বাসের মাধ্যমে আমাদের সমস্ত পাপ ধৌত হয়েছে (আদিপুস্তক ৩:৮-১০) 
9. আমরা পবিত্র আত্মার ইচ্ছানুসারে জীবন যাপন করব (আদিপুস্তক ৩:৮-১৭) 
10. প্রকৃতপক্ষে কোনটি ভালো এবং কোনটি মন্দ? (আদিপুস্তক ৩:১০-২৪) 
11. ঈশ্বরের নিরূপিত সময় (আদিপুস্তক ৩:১৩-২৪) 
12. আমরা কার পক্ষে জীবন যাপন করব (আদিপুস্তক ৩:১৭-২১) 
 
আদিপুস্তকের মাধ্যমে, ঈশ্বর প্রত্যাশা করেন আমাদের প্রতি তাঁর মধুর ভাব আমরা উপলব্ধি করি| আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কোথায় প্রকাশিত হয়েছে? এটা জল ও আত্মার সত্য সুসমাচারে প্রকাশিত হয়েছে যা ঈশ্বর যীশু খ্রীষ্টের মাধ্যমে সম্পাদন করেছেন| আমরা অবশ্যই বিশ্বাসের দ্বারা ঈশ্বরের এই মধুর ভাবের মধ্যে আসব যা জল ও আত্মার সুসমাচারে সুস্পষ্টভাবে প্রকাশিত| তদ্রুপ করবার দ্বারা, যখন আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করি তখন আমাদের মধ্যে থাকা মাংসিক বিষয়গুলি দুর করা প্রয়োজন, এবং যেভাবে আছে সে ভাবে ঈশ্বরের বাক্য বিশ্বাস করা আবশ্যক| এই মুহূর্ত পর্যন্ত আমাদের যত ভুল ধারণা আছে তা দূর করা উচিত, আর ঈশ্বরের ধার্মিকতায় আমাদের বিশ্বাস স্থাপন করে আধ্যাত্মিক চোখ খুলে রাখা আবশ্যক|
ईकिताब डाउनलोड
PDF EPUB
ऑडियो किताब
ऑडियो किताब

इस शीर्षक से संबंधित पुस्तकें