कोविड-19 और आंतरराष्ट्रीय डाक सेवा में रुकावट की वजह से हमने कुछ समय के लिए 'निःशुल्क मुद्रित किताबों की सेवकाई' को निलंबित किया हुआ है।
इन परिस्थितियों को देखते हुए हम इस समय आपको किताबें भेजने में असमर्थ है।
प्रार्थना करे कि यह महामारी जल्द ही खत्म हो जाए और डाक सेवा फिर से शुरू हो जाए।
আদি পুস্তক ১:৩ পদ অনুসারে তিনি সৃষ্টিকর্তা, প্রকৃত ঈশ্বর, সমস্ত বিশ্ব ব্রক্ষান্ডের ঈশ্বর, যিনি জগতের সকল পাপীকে পাপ থেকে উদ্ধার করেছেন (ফিলিপীয় ২:৬ পদ) “ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট”। যোহন ১:২,৩ পদ “আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাঁহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাঁহা ব্যতিরেকে হয় নাই”। যাহোক, যীশু মানুষকে উদ্ধার করতে মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন – এই সত্যকে অবিশ্বাস ক’রে অনেকে পরিত্রাণ থেকে বঞ্চিত হয়েছে। আবার অনেকেই তাঁকে বিশ্বাস করার মাধ্যমেই পরিত্রাণ লাভ করেছে, ঈশ্বরের সন্তান হয়েছে এবং অনন্ত জীবন পেয়েছে। তারা ধার্মিক গণিত হয়েছে।