Search

मसीही विश्वास पर पूछे गए ज्यादातर प्रश्न

विषय १: पानी और आत्मा से नया जन्म पाना

1-18. কেন আমাদের যীশুতে বিশ্বাস করতে হবে?

আমাদের যীশুতে বিশ্বাস রাখতে হবে:
১)ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে
২) আমাদের সমস্ত পাপ থেকে রক্ষা পেতে
৩) স্বর্গরাজ্যে প্রবেশ করতে যাতে আমরা প্রভুর সাথে চিরকাল বেঁচে থাকতে পারি 
আমরা সবাই পাপী এবং ত্রাণকর্তা প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস ছাড়া আমরা সবাই নরকে যেতাম। একমাত্র যীশুই পারেন নরক থেকে আমাদের উদ্ধার করতে। যীশুতে আমাদের বিশ্বাস করতেই হবে, কারণ তিনি একমাত্র সত্যময় ত্রাণকর্তা। 
• যীশুতে বিশ্বাস করে যারা পাপ থেকে উদ্ধার পেয়েছে, তারা কোথায় যাবে? –তারা স্বর্গে যাবেন। 
• যারা যীশুতে বিশ্বাস করেনি এবং পাপ থেকে উদ্ধার পায়নি তারা কোথায় যাবে? –তারা নরকে; অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হবে (প্রকাশিত বাক্য ২১:৮ পদ)। 
• ঈশ্বরের মেষ কারা? –যারা যীশুর বাপ্তিস্মে বিশ্বাসের মাধ্যমে আত্মিক পরিত্রাণ পেয়েছে তারাই ঈশ্বরের মেষ। 
এবং যারা “এ খোয়াড়ে নয়” (যোহন ১০:১৬ পদ) তারা ছাগ; কারণ তারা নিজেদের ইচ্ছায় যা খুশি তাই বিশ্বাস করেছে, তারা এখনো পাপী। যারা যীশুর বাপ্তিস্মে বিশ্বাস স্থাপন করেছে তারা একবারেই ঈশ্বরের মেষ হওয়ার অধিকার পেয়েছে।