Search

مُفت چھپی ہوئی کتابیں،
برقی کتابیں اور آڈیو کتابیں

رسولوں کا عقیدہ

প্রৈরিতিক তত্ত্বের বিশ্বাস - খ্রীষ্টের মৌলিক নীতি
  • ISBN8983142790
  • صفحات 224

بنگالی 11

প্রৈরিতিক তত্ত্বের বিশ্বাস - খ্রীষ্টের মৌলিক নীতি

Rev. Paul C. Jong

সূচীপএ
 
প্রৈরিতিক তত্ত্বের বিশ্লেষন 
মুখপত্র
 
প্রথম পরিচ্ছেদ
পিতা ঈশ্বরে বিশ্বাসের স্বীকারোক্তি 
1. পিতা ঈশ্বর 
2. ঈশ্বরের নাম 
3. প্রৈরিতিক তত্ত্ব ও বিশ্বাসে এর আর্শিবাদ 
4. প্রেরিত কারা? 
5. প্রেরিতদের যোগ্যতা এবং কর্তব্য 
6. ইহুদিরা কি ঈশ্বরকে সৃষ্টির পিতারূপে বিশ্বাস করে? 
7. “আমি বিশ্বাস করি...” (যোহন ১:১২-১৩) 

দ্বিতীয় পরিচ্ছেদ 
পুত্র ঈশ্বরে বিশ্বাসের স্বীকারোক্তি 
1. যীশু খ্রীষ্ট 
2. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ১: যীশু খ্রীষ্ট কে? 
3. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ২: পুরাতন নিয়মের হস্তার্পণ এবং নতুন নিয়মের বাপ্তিস্মের অর্থ কি? 
4. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৩: খ্রীষ্ট কেন অনেকের নিমিত্তে প্রতিনিধিরূপে মৃত্যুবরণ করেছিলেন? 
5. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৪: আমাদের দৃঢ়রূপে যীশুর পুনরুত্থানে বিশ্বাস করতে হবে 
6. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৫: যীশুর স্বর্গারোহণের প্রমাণ 
7. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৬: প্রভু বিচারকর্তারূপে ফিরে আসবেন 
8. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৭: কারা বিচারিত হবে? 
9. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৮: মহৎ হবার জন্য ঈশ্বর কি প্রকার বিশ্বাসের কথা বলেছিলেন? 
10. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৯: নৈবেদ্য কি যা মোশির আজ্ঞারূপে সাক্ষ্য দেয়? 
11. পবিত্র পুত্র সম্বন্ধে ধর্মীয় উপদেশ ১০: যীশুর বাপ্তিস্ম এবং পাপের ক্ষমা 

তৃতীয় পরিচ্ছেদ 
পবিত্র আত্মায় বিশ্বাসের স্বীকারোক্তি 
1. ত্রিত্ব ঈশ্বর 
2. পবিত্র আত্মা ঈশ্বর 
3. পবিত্র আত্মা ঈশ্বর কি করেন? 
4. কিভাবে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে পারি? 
5. পবিত্র আত্মা কে? 
6. পবিত্র আত্মার প্রধান কাজ কি? 
7. পবিত্র আত্মা সম্বন্ধে ধর্মীয় উপদেশ ১: কিভাবে আমরা পবিত্র আত্মা গ্রহণ করতে পারি? 
8. পবিত্র আত্মা সম্বন্ধে ধর্মীয় উপদেশ ২: “যখন আপনি বিশ্বাস করেছেন তখন কি আপনি পবিত্র আত্মা গ্রহণ করেছেন?” 
9. পবিত্র আত্মা সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৩: প্রৈরিকত্বের অত্যবশ্যকীয় গুন 
10. পবিত্র আত্মা সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৪: পবিত্র আত্মা কখন আসেন? 
11. পবিত্র আত্মা সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৫: পবিত্র আত্মার কার্যকাল 
12. পবিত্র আত্মা সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৬: তাহলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হবেন 
13. পবিত্র আত্মা সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৭: পরজাতীয়দের পবিত্র আত্মারূপ দান সেচন করা হয়েছে 
14. পবিত্র আত্মা সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৮: পরীক্ষা করে দেখুন আত্মা ঈশ্বরের নিকট থেকে এসেছেকিনা 
15. পবিত্র আত্মা সম্বন্ধে ধর্মীয় উপদেশ ৯: আত্মায় পূর্ণ জীবন 
16. ঈশ্বরের বাক্যে বিশ্বাস আমাদের পবিত্র আত্মায় পূর্ণ জীবন যাপনে সাহায্য করে 
17. পবিত্র মন্ডলীতে বিশ্বাস 
18. বিশ্বাসে ধার্মিকদের পরস্পর সহভাগিতা 
19. পাপ ক্ষমার বিশ্বাস (১ম যোহন ১:৯) 
20. দৈহিক পুনরুত্থানে বিশ্বাস 
21. অনন্ত জীবনে বিশ্বাস 
 
আমাদের অবশ্যই বিশ্বাস থাকবে যা প্রেরিতদের ছিল এবং তারাও তদ্রুপ বিশ্বাস করতেন, তাদের বিশ্বাস ও মাধুর্য্য পবিত্র আত্মার থেকে আসত| প্রেরিতগণ যীশু খ্রীষ্ট, তাঁর পিতা ও পবিত্র আত্মাতে তাদের ঈশ্বরের মতো বিশ্বাস করতেন|
প্রেরিত পৌল স্বীকার করেন যে তিনি খ্রীষ্টের সহিত মৃত্যু এবং তাঁর সহিত নতুন জীবন প্রাপ্ত| তিনি যীশু খ্রীষ্টতে বাপ্তাইজিত বিশ্বাসে ঈশ্বরের হাতিয়ার স্বরূপ হইলেন (গালাতীয় ৩:২৭)| ঈশ্বরের সুসমাচারের বাপ্তিস্ম দেখতে পাওয়া যায়, যা যীশু গ্রহণ করেছিলেন, রক্ত যা তিনি ক্রুশের উপর সেচন করলেন, এবং পবিত্র আত্মা দান করলেন যেন তিনি প্রত্যেকের মধ্যে বাস করেন, যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করেন| আপনি কি এই প্রকৃত সুসমাচার জানেন ও বিশ্বাস করেন? এটাই আসল সুসমাচার যা প্রেরিতগণও বিশ্বাস করতেন৷ এই কারণে আমরাও সকলে অবশ্যই জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করব|
برقی کتاب ڈاؤن لوڈ
PDF EPUB
آڈیو بُک
آڈیو بُک
The New Life Mission

ہمارے سروے میں حصہ لیں

آپ کو ہمارے بارے میں کیسے پتہ چلا؟