Search

خطبات

বিষয় ৩: জল ও পবিত্র আত্মার সুসমাচার

[3-4] যীশুর বাপ্তিস্ম পাপীদের জন্য উদ্ধারের প্রতিরূপ (১ পিতর ৩: ২০-২২)

যীশুর বাপ্তিস্ম পাপীদের জন্য উদ্ধারের প্রতিরূপ (১ পিতর ৩: ২০-২২)
(১ পিতর ৩: ২০-২২)
“যারা একসময় অবাধ্য ছিল, যখন সদাপ্রভু(God)র দীর্ঘসহিষ্ণুতা নোহের সময়ে অপেক্ষা করছিল, যখন জাহাজ তৈরি হচ্ছিল, যাতে অল্প কয়েকজন, অর্থাৎ আটজন, জলের মধ্য দিয়ে উদ্ধার পেয়েছিল। এখন একটি প্রতিরূপও আছে যা আমাদের রক্ষা করে—বাপ্তিস্ম (যা দেহের ময়লা দূর করা নয়, কিন্তু সদাপ্রভু(God)র প্রতি শুদ্ধ বিবেকের উত্তর), যা যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে হয়, তিনি স্বর্গে গিয়েছেন এবং সদাপ্রভু(God)র ডান পাশে আছেন, আর স্বর্গদূত, কর্তৃত্ব ও শক্তিসমূহ তাঁর অধীনে করা হয়েছে।”
 
 
আমরা কিসের মাধ্যমে ধার্মিক হয়েছি?
সদাপ্রভু(God)র অনুগ্রহের মাধ্যমে
 
আমরা এই পৃথিবীতে জন্মেছি, কিন্তু তার আগেই সদাপ্রভু(God) আমাদের ইতিমধ্যেই জানতেন। তিনি জানতেন যে আমরা পাপীদের হিসেবে জন্মাব, এবং জগতের পাপ বহন করে নিয়ে যাওয়া বাপ্তিস্মের মাধ্যমে আমাদের সমস্ত বিশ্বাসীদের উদ্ধার করেছেন। তিনি সমস্ত বিশ্বাসীদের উদ্ধার করেছেন এবং তাদের সবাইকে তাঁর নিজের লোক বানিয়েছেন। 
এসব কিছুই সদাপ্রভু(God)র অনুগ্রহের ফল। যেমন গীতসংহিতা ৮:৪ এ বলা হয়েছে, “মানুষ কী যে আপনি তাকে মনে করেন।” যারা সমস্ত পাপ থেকে উদ্ধার পেয়েছে তারাই সদাপ্রভু(God)র বিশেষ ভালোবাসা প্রাপ্ত ব্যক্তি। তারা সদাপ্রভু(God)র সন্তান। 
আমরা সদাপ্রভুর(God) সন্তান হওয়ার আগে, ধার্মিক হয়ে উদ্ধার পাওয়ার আগে এবং তাঁকে পিতা বলে ডাকার অধিকার পাওয়ার আগে, যখন আমরা শুধুমাত্র তাঁর রক্ত ও পবিত্র আত্মাতে বিশ্বাস করতাম, তখন আমরা কে ছিলাম? আমরা ছিলাম পাপী, কেবল পাপী যারা এই পৃথিবীতে ৬০-৭০ বছর বা স্বাস্থ্যবান হলে ৭০-৮০ বছর বেঁচে থাকার জন্য জন্মেছিল।
আমাদের পাপ ধোয়া হওয়ার আগে, এবং যীশুর বাপ্তিস্ম ও তাঁর রক্তের সুসমাচারে বিশ্বাস করার আগে, আমরা ছিলাম অন্যায়কারী মানুষ যারা নিশ্চিতভাবে ধ্বংস হওয়ার পথে ছিল।
পৌল প্রেরিত বলেছিলেন যে তিনি যা ছিলেন তা সদাপ্রভুর(God) অনুগ্রহের জন্যই ছিল। আমরা এখন যা আছি তা তাঁর অনুগ্রহের জন্যই। আমরা তাঁর অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই। সৃষ্টিকর্তা সদাপ্রভু(God) এই পৃথিবীতে নেমে এসেছিলেন এবং আমাদের উদ্ধার করেছেন, আমাদের তাঁর সন্তান, তাঁর লোক বানিয়েছেন। আমরা জল ও পবিত্র আত্মার পরিত্রাণের অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা জানাই।
সদাপ্রভু(God) আমাদের তাঁর সন্তান এবং ধার্মিক হিসেবে অনুমতি দেওয়ার কারণ কী? আমরা দেখতে সুন্দর কারণ? এটা কি কারণ আমরা এত যোগ্য? নাকি আমরা ভালো বলেই? এ সম্পর্কে ভাবতে হবে এবং যেখানে কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত, সেখানে কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত।
কারণটি হল যে সদাপ্রভু(God) আমাদের সৃষ্টি করেছেন আমাদের তাঁর লোক বানাতে এবং তাঁর সঙ্গে স্বর্গরাজ্যে বাস করতে দিতে। সদাপ্রভু(God) আমাদের তাঁর লোক বানিয়েছেন যাতে আমরা তাঁর সঙ্গে চিরকাল বাস করতে পারি। সদাপ্রভু(God) যে আমাদের অনন্ত জীবন দিয়ে আশীর্বাদ করেছেন তার অন্য কোনো কারণ নেই। এটা সত্য নয় যে তিনি আমাদের তাঁর লোক বানিয়েছেন কারণ আমরা তাঁর অন্য সৃষ্টির চেয়ে বেশি সুন্দর দেখতে, বেশি যোগ্য, বা আরও পরিচ্ছন্ন জীবনযাপন করি। একমাত্র কারণ হল যে তিনি আমাদের ভালোবাসেন।
“এখন একটি প্রতিরূপও আছে যা আমাদের রক্ষা করে—বাপ্তিস্ম” (১ পিতর ৩:২১)। “অল্প কয়েকজন, অর্থাৎ আটজন, জলের মধ্য দিয়ে উদ্ধার পেয়েছিল” (১ পিতর ৩:২০)। 
কেবল অল্প কয়েকজন, এক শহর থেকে একজন এবং এক পরিবার থেকে দুজন উদ্ধার পেয়েছে। আমরা কি অন্যদের থেকে ভালো? মোটেই না। আমরা তেমন কিছু বিশেষ নই, কিন্তু তবুও জল ও পবিত্র আত্মার প্রতি আমাদের বিশ্বাসের মাধ্যমে আমরা উদ্ধার পেয়েছি।
আমরা যে উদ্ধার পেয়েছি এই সত্যটি অলৌকিকের মধ্যে অলৌকিক, এবং আমরা যে তাঁকে আমাদের পিতা, আমাদের প্রভু বলতে পারি তা সদাপ্রভু(God)র কাছ থেকে একটি নিঃশর্ত উপহার ও আশীর্বাদ। আমরা কখনোই এটা অস্বীকার করতে পারি না। আমরা যদি এখনও পাপীদের হতাম তবে কীভাবে তাঁকে আমাদের পিতা বা আমাদের প্রভু বলতে পারতাম? 
যখন আমরা উদ্ধার পেয়েছি এই সত্যটি নিয়ে ভাবি, তখন আমরা জানতে পারি যে আমরা সদাপ্রভু(God)র ভালোবাসা পাচ্ছি। সদাপ্রভু(God)র ভালোবাসা ও আশীর্বাদ না থাকলে, আমরা কোনো অর্থ ছাড়াই জন্মগ্রহণ করতাম এবং মারা যেতাম, এবং সবাই নরকে যেতাম। আমরা তাঁর আশীর্বাদ এবং ভালোবাসার জন্য বারবার সদাপ্রভু(God)কে ধন্যবাদ জানাই যা আমাদের তাঁর সন্তান এবং তাঁর দৃষ্টিতে যোগ্য করেছে।
 
 

যীশুর বাপ্তিস্মের মাধ্যমে আমাদের প্রদত্ত মূল্যবান পরিত্রাণ

 
নোহের সময়ের লোকেরা কেন ধ্বংস হয়েছিল?
কারণ তারা জলে (যীশুর বাপ্তিস্মে) বিশ্বাস করেনি।
 
“এখন একটি প্রতিরূপও আছে যা আমাদের রক্ষা করে—বাপ্তিস্ম।” ১ পিতরে লেখা আছে যে শুধু আটটি আত্মা জল দিয়ে উদ্ধার পেয়েছিল। নোহের সময়ে কত লোক ছিল? আমরা জানি না কত লোক ছিল, কিন্তু ধরে নেওয়া যাক যে প্রায় দশ লক্ষ লোক ছিল। দশ লক্ষ লোকের মধ্যে কেবল নোহের পরিবারের ৮ জন উদ্ধার পেয়েছিল।
আজকের দিনেও সেই অনুপাত প্রায় একই হবে। তারা বলে যে বর্তমানে পৃথিবীতে ৮ বিলিয়নেরও বেশি মানুষ আছে। আজ যারা যীশুতে বিশ্বাস করে তাদের মধ্যে কতজন তাদের পাপ থেকে ধোয়া হয়েছে? আমরা যদি শুধুমাত্র একটি শহরের দিকে তাকাই, তাহলে দেখব যে তাদের সংখ্যা খুবই কম। 
প্রায় ২,৫০,০০০ লোকের একটি শহরে, তাদের মধ্যে কতজন পাপ থেকে উদ্ধার পেয়েছে―হয়তো ২০০ জন? তাহলে অনুপাতটা কী হবে? এর অর্থ হবে যে হাজার জনের মধ্যে একজনেরও কম লোক উদ্ধারের আশীর্বাদ পেয়েছে। 
অনুমান করা হয় যে কোরিয়ায় ক্যাথলিকদের সহ প্রায় ১২ মিলিয়ন খ্রিস্টান আছে। এদের মধ্যে কতজন জল ও পবিত্র আত্মা দ্বারা নতুন জন্ম নিয়েছে? আমাদের মনে রাখা উচিত যে নোহের সময়ে পৃথিবীর সমস্ত জনসংখ্যার মধ্যে মাত্র ৮ জন উদ্ধার পেয়েছিল। আমাদের জানতে ও বিশ্বাস করতে হবে যে যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে সমস্ত পাপ দূর করেছেন, এবং এর মাধ্যমে যারা বিশ্বাস করে তাদের সকলের পাপ ধুয়ে দিয়েছেন।
যীশু তাঁর বাপ্তিস্ম এবং ক্রুশে তাঁর রক্তের মাধ্যমে আমাদের সবাইকে মুক্তি দিয়েছেন বলে বিশ্বাস করে এমন লোক খুব কম। ‘যীশুর পুনরুত্থান’ এর বিখ্যাত ছবিটি দেখুন। সেখানে কতজন পুনরুত্থিত ব্যক্তি আঁকা হয়েছে? তাদের মধ্যে কতজন ধর্মতত্ত্ববিদ?
আজ, পৃথিবীতে অনেক ধর্মতত্ত্ববিদ আছেন, কিন্তু মুক্তির বাপ্তিস্ম সম্পর্কে জানেন এবং বিশ্বাস করেন এমন খুব কম লোককেই আমরা পাই। কিছু ধর্মতত্ত্ববিদ বলেন যে যীশু বাপ্তিস্ম নিয়েছিলেন কারণ তিনি বিনয়ী ছিলেন, আবার কেউ কেউ বলেন যে তিনি অন্য মানুষদের মতো হওয়ার জন্য বাপ্তিস্ম নিয়েছিলেন।
কিন্তু বাইবেলে লিখিত আছে যে পিতর ও যোহন সহ সমস্ত প্রেরিতরা সাক্ষ্য দিয়েছেন যে যীশুর বাপ্তিস্মের মাধ্যমে আমাদের পাপ তাঁর উপর স্থানান্তরিত হয়েছিল, এবং আমরাও এটা বিশ্বাস করি।
শাস্ত্রে প্রেরিতরা সাক্ষ্য দেন যে যীশুর বাপ্তিস্মের মাধ্যমে আমাদের পাপ তাঁর উপর চলে গিয়েছিল। এটি সদাপ্রভু(God)র অনুগ্রহের এমন এক আশ্চর্যজনক সাক্ষ্য যে আমরা কেবল এতে বিশ্বাস করে উদ্ধার পেতে পারি।
 
 
মুক্তির বাপ্তিস্ম সম্পর্কে কোনো ‘হয়তো’ নেই
 
কে সদাপ্রভু(God)র সীমাহীন ভালোবাসা পায়?
যে ব্যক্তি যীশুর বাপ্তিস্ম এবং তাঁর রক্তে বিশ্বাস করে
 
সব সম্প্রদায় তাদের বিশ্বাসে পরিত্রাণের বিষয়ে নিশ্চিত, এবং অনেক লোক মনে করে যে যীশুর বাপ্তিস্ম শুধুমাত্র একটি খ্রিস্টান সম্প্রদায়ের মতবাদ। কিন্তু এটা সত্য নয়। আমি যে হাজার হাজার বই পড়েছি তার মধ্যে, আমি পরিত্রাণ সম্পর্কে এমন কোনো বই খুঁজে পাইনি যা যীশুর বাপ্তিস্ম, তাঁর রক্তের প্রায়শ্চিত্ত এবং পরিত্রাণের মধ্যে সম্পর্ক নির্দিষ্টভাবে ব্যাখ্যা করে।
নোহের সময়ে মাত্র ৮ জন উদ্ধার পেয়েছিল। আমি জানি না আজ কতজন উদ্ধার পাবে, তবে সম্ভবত খুব বেশি নয়। যারা উদ্ধার পেয়েছে তারা হল যারা যীশুর বাপ্তিস্ম এবং রক্তে বিশ্বাস করে। অনেক গির্জা পরিদর্শন করার সময়, আমি বারবার উপলব্ধি করি যে যীশুর বাপ্তিস্মের সুসমাচার, যা সত্যের সুসমাচার, প্রচার করে এমন কেউ নেই।
আমরা যদি যীশুর বাপ্তিস্মের উদ্ধার এবং তাঁর রক্তে বিশ্বাস না করি, তাহলে আমরা এখনও পাপীদের। (আমরা কতটা বিশ্বস্তভাবে গির্জায় যাই তা গুরুত্বপূর্ণ নয়।) আমরা সারা জীবন বিশ্বস্তভাবে গির্জায় যেতে পারি। কিন্তু যদি আমাদের হৃদয়ে এখনও পাপ থাকে, তাহলে আমরা এখনও পাপীদের। 
আমরা যদি ৫০ বছর ধরে গির্জায় যাই কিন্তু এখনও আমাদের হৃদয়ে পাপ থাকে, তাহলে ৫০ বছরের বিশ্বাস মিথ্যা ছাড়া আর কিছুই নয়। মাত্র একদিনের জন্য হলেও প্রকৃত বিশ্বাস রাখা অনেক ভালো। যারা যীশুকে বিশ্বাস করে, তাদের মধ্যে কেবল যারা যীশুর বাপ্তিস্ম এবং তাঁর রক্তের অর্থ সঠিকভাবে বিশ্বাস করে, তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে।
প্রকৃত বিশ্বাস হল এই সত্যে বিশ্বাস করা যে সদাপ্রভু(God)র পুত্র এই পৃথিবীতে নেমে এসেছিলেন এবং জগতের সমস্ত পাপ দূর করার জন্য বাপ্তিস্ম নিয়েছিলেন। এই বিশ্বাসই আমাদেরকে স্বর্গরাজ্যে পরিচালিত করে। আমাদের এটাও বিশ্বাস করা উচিত যে যীশু আপনার এবং আমার জন্য ক্রুশে রক্তপাত করেছিলেন। সদাপ্রভু(God)কে ধন্যবাদ জানাতে হলে আমাদেরও এটা জানতে হবে। 
আমরা কী? আমরা সদাপ্রভু(God)র পুত্রগণ যাদের তিনি তাঁর বাপ্তিস্ম এবং রক্ত দিয়ে উদ্ধার করেছেন। আমরা কীভাবে তাঁকে ধন্যবাদ না দিতে পারি? যীশু আমাদের উদ্ধার করার জন্য ৩০ বছর বয়সে যর্দ্দনে বাপ্তিস্ম নিয়েছিলেন। এর মাধ্যমে, তিনি আমাদের সব পাপ দূর করেছিলেন এবং ক্রুশে আমাদের জন্য বিচার প্রাপ্ত হয়েছিলেন।
যখন আমরা এ বিষয়ে চিন্তা করি, তখন আমরা বিনীতভাবে তাঁকে ধন্যবাদ না দিয়ে পারি না। আমাদের জানা উচিত যে যীশু এই পৃথিবীতে যা কিছু করেছিলেন তা সবই আমাদের পরিত্রাণের জন্য। প্রথমে তিনি এই পৃথিবীতে নেমে এসেছিলেন। তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন, ক্রুশে বিদ্ধ হয়েছিলেন, ৩ দিন পর মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন, এবং এখন সদাপ্রভু(God)র ডান পাশে বসে আছেন।
সদাপ্রভু(God)র উদ্ধার কোনো ব্যতিক্রম ছাড়াই আমাদের সবার জন্য। যীশুর পরিত্রাণ সম্পূর্ণভাবে আপনার এবং আমার জন্য। আমরা তাঁর ভালোবাসা এবং আশীর্বাদের জন্য সদাপ্রভু(God)র প্রশংসা করি।
আমরা একটি সুসমাচারের গান জানি যা এইভাবে যায়। “♫একটি সুন্দর গল্প আছে। পৃথিবীর এত মানুষের মধ্যে, আমিই সেই জন যার প্রতি তাঁর ভালোবাসা এবং পরিত্রাণ রয়েছে। ওহ, তাঁর ভালোবাসা কত বিস্ময়কর! আমার প্রতি তাঁর ভালোবাসা, আমার প্রতি তাঁর ভালোবাসা। একটি সুন্দর গল্প আছে। পৃথিবীর এত মানুষের মধ্যে, আমরাই সেই জন যারা উদ্ধার পেয়েছি, যারা তাঁর লোক হয়েছি। আমরা তাঁর ভালোবাসা পরিধান করেছি। ওহ, সদাপ্রভু(God)র ভালোবাসা, সদাপ্রভু(God)র অনুগ্রহ। ওহ, তাঁর ভালোবাসা কত বিস্ময়কর! আমার প্রতি তাঁর ভালোবাসা।♫”
যীশু আপনাকে এবং আমাকে উদ্ধার করতে নেমে এসেছিলেন, এবং তাঁর বাপ্তিস্মের মুক্তিও আপনার এবং আমার জন্য। সুসমাচার কেবল একটি রূপকথা নয়, এটি সেই সত্য যা আমাদের কঠোর জীবন থেকে তুলে সদাপ্রভু(God)র সুন্দর রাজ্যে নিয়ে যায়। বিশ্বাস হল সদাপ্রভু(God) এবং আমার মধ্যে সম্পর্ক।
তিনি আমাদের উদ্ধার করার জন্য এই পৃথিবীতে নেমে এসেছিলেন। তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন এবং আমাদের পাপ ধুয়ে ফেলার জন্য ক্রুশের বিচার গ্রহণ করেছিলেন।
যারা বিশ্বাস করে তারা যখন সদাপ্রভু(God)কে তাদের পিতা বলে ডাকতে পারে তখন তা কত বড় আশীর্বাদ! আমরা কীভাবে যীশুকে আমাদের ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করতে পারি এবং আমাদের বিশ্বাসের মাধ্যমে পাপ থেকে উদ্ধার পেতে পারি? এটা সবই সম্ভব হয়েছে আমাদের প্রতি তাঁর সীমাহীন ভালোবাসার কারণে। আমরা উদ্ধার পেয়েছি কারণ তিনি আমাদের প্রথমে ভালোবেসেছিলেন।
 
 

যীশু একবারে এবং চিরতরে আমাদের সমস্ত পাপ ধুয়ে ফেলেছেন

 
“খ্রীষ্টও একবার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, ধার্মিক হিসেবে অধার্মিকদের পরিবর্তে, যেন তিনি আমাদের সদাপ্রভু(God)র সামনে নিয়ে যেতে পারেন” (১ পিতর ৩:১৮)। যীশু খ্রীষ্ট আমাদের মুক্তির জন্য বাপ্তিস্ম নিয়েছিলেন এবং অন্যায়ী আমি ও আপনাদের জন্য ক্রুশে একবার মৃত্যুবরণ করেছিলেন।
 
আমরা কি একবার এবং সব জন্য উদ্ধার পাই নাকি ক্রমশ উদ্ধার পাই?
একবার এবং সব জন্য
 
আমাদের বিচারের জন্য সদাপ্রভু(God)র সামনে দাঁড়ানোর প্রয়োজনীয়তা দূর করার জন্য তিনি এই পৃথিবীতে একবারই মৃত্যুবরণ করেছিলেন। যাতে আমরা সদাপ্রভু(God)র সামনে স্বর্গরাজ্যে বাস করতে পারি, তিনি মানবদেহ ধারণ করে এই পৃথিবীতে নেমে এসেছিলেন এবং তাঁর বাপ্তিস্ম, ক্রুশে তাঁর মৃত্যু, এবং তাঁর পুনরুত্থানের মাধ্যমে একবার এবং সব জন্য আমাদের সমস্ত পাপ সম্পূর্ণরূপে ধুয়ে ফেলেছিলেন।
আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রীষ্ট তাঁর বাপ্তিস্ম এবং রক্তের মাধ্যমে আমাদের সম্পূর্ণরূপে উদ্ধার করেছেন? যদি আপনি তাঁর বাপ্তিস্ম এবং রক্তের সুসমাচারে বিশ্বাস না করেন, তাহলে আপনি উদ্ধার পেতে পারবেন না। আমরা এতই দুর্বল যে, যদি আমরা এই বিশ্বাস না করি যে যীশু তাঁর বাপ্তিস্ম এবং রক্তের মাধ্যমে একবার এবং সব জন্য আমাদের সমস্ত পাপ সম্পূর্ণরূপে ধুয়ে ফেলেছেন, তাহলে আমরা নতুন জন্ম লাভ করতে পারব না।
তিনি আমাদের সমস্ত পাপ দূর করার জন্য বাপ্তিস্ম নিয়েছিলেন এবং একবার এবং সব জন্য আমাদের হয়ে ক্রুশে বিচারিত হয়েছিলেন। যীশু তাঁর বাপ্তিস্ম এবং তাঁর রক্তের উদ্ধারের মাধ্যমে একবারেই পাপীদের সমস্ত পাপ ধুয়ে ফেলেছেন। 
যদি আমাদের প্রতিবার পাপ করার সময় অনুতাপ করতে হত, সবসময় ভাল এবং দয়ালু হতে হত, এবং গীর্জাতেও অনেক কিছু দান করতে হত, তাহলে মানুষ হিসেবে আমাদের পক্ষে মুক্তি পাওয়া অসম্ভব হত।
অতএব, যীশুর বাপ্তিস্ম এবং ক্রুশের রক্তে বিশ্বাস আমাদের পরিত্রাণের জন্য অপরিহার্য বিশ্বাস। আমাদের অবশ্যই জল এবং রক্তে বিশ্বাস করতে হবে। আমরা কেবল ভাল কাজ করে নতুন জন্ম লাভ করতে পারি না।
গরিবদের জন্য ভালো স্যুট কেনা বা পাস্টরদের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করা কোনো কাজে আসবে না। যীশু কেবল তাদেরই উদ্ধার করেন যারা তাঁর বাপ্তিস্ম এবং তাঁর রক্তে বিশ্বাস করে। যদি আমরা বিশ্বাস করি যে সদাপ্রভু(God) যীশুর মাধ্যমে তাঁর বাপ্তিস্ম এবং তাঁর রক্তের দ্বারা একবার এবং সব জন্য আমাদের উদ্ধার করেছেন, তাহলে আমরা উদ্ধার পাব।
কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে, সদাপ্রভু(God) বাইবেলে এটা বললেও, তাদের এ বিষয়ে আরও চিন্তা করতে হবে। এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের উচিত তাঁর বাক্য যেভাবে লেখা আছে সেভাবেই বিশ্বাস করা।
ইব্রীয় ১০:১-১০ এ লেখা আছে যে তিনি আমাদের একবার এবং সব জন্য উদ্ধার করেছেন। এটি সত্য যে সদাপ্রভু(God) যীশুর বাপ্তিস্ম এবং রক্তে বিশ্বাস করা ব্যক্তিদের একবার এবং চিরতরে উদ্ধার করেছেন। আমাদেরও এভাবে বিশ্বাস করা উচিত। “♫তিনি একবার মৃত্যুবরণ করেছেন, আমাদের একবার এবং সব জন্য উদ্ধার করেছেন। হে ভাইয়েরা, বিশ্বাস করো এবং মুক্তি পাও। যীশুর বাপ্তিস্মের নীচে তোমাদের বোঝা নামিয়ে রাখো।♫” যীশু একবার বাপ্তিস্ম নিয়ে, একবার রক্তপাত করে আমাদের সব অন্যায় এবং পাপ থেকে একবার এবং সব জন্য উদ্ধার করেছেন।
“খ্রীষ্টও একবার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, ধার্মিক হিসেবে অধার্মিকদের পরিবর্তে” (১ পিতর ৩:১৮)। যীশু হলেন নিষ্পাপ সদাপ্রভু(God), যিনি কখনও পাপ করেননি। তিনি মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য দেহের রূপে আমাদের কাছে নেমে এসেছিলেন। তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন এবং অন্যায়কারীদের সমস্ত পাপ বহন করেছিলেন। তিনি আমাদের পাপ এবং অধার্মিকতা থেকে উদ্ধার করেছেন।
মানুষের জন্মের সময় থেকে মৃত্যুর সময় পর্যন্ত সমস্ত পাপ যীশুর বাপ্তিস্মের মাধ্যমে তাঁর উপর স্থানান্তরিত করা হয়েছিল, এবং তিনি ক্রুশে রক্তপাত করে মৃত্যুবরণ করায় সকল মানুষ বিচার থেকে উদ্ধার পেয়েছে। তিনি পাপীদের জন্য বাপ্তিস্ম নিয়েছিলেন এবং পাপীদের স্থানে মৃত্যুবরণ করেছিলেন।
এটিই যীশুর বাপ্তিস্মের উদ্ধার। যীশু একবারেই আমাদের যারা পাপী ছিলাম তাদের উদ্ধার করেছেন। আমরা প্রত্যেকে কতই না দুর্বল! যীশু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত পাপ দূর করেছেন এবং ক্রুশের বিচারের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমরা যারা যীশুতে বিশ্বাস করি তাদের বিশ্বাস করা উচিত যে তিনি তাঁর বাপ্তিস্ম এবং রক্তের মাধ্যমে আমাদের একবার এবং সব জন্য উদ্ধার করেছেন।
আমরা দুর্বল, কিন্তু যীশু নন। আমরা বিশ্বস্ত নই, কিন্তু যীশু হন। সদাপ্রভু(God) আমাদের একবার এবং সব জন্য উদ্ধার করেছেন। “কারণ সদাপ্রভু(God) জগতকে এতই ভালোবাসলেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়” (যোহন ৩:১৬)। সদাপ্রভু(God) আমাদের তাঁর একমাত্র পুত্রকে দিয়েছেন। সদাপ্রভু(God) যাতে পৃথিবীর সমস্ত পাপ তাঁর পুত্রের উপরে স্থানান্তরিত হয় এবং তিনি সমস্ত মানবজাতির পাপের জন্য বিচার ভোগ করেন, সেজন্য তাঁর পুত্রকে বাপ্তিস্ম গ্রহণ করতে দিয়েছিলেন।
এ কী অসাধারণ পরিত্রাণ! এ কী বিস্ময়কর ভালোবাসা! আমরা সদাপ্রভুর(God) ভালোবাসা ও পরিত্রাণের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। সদাপ্রভু(God) তাদের উদ্ধার করেন যারা যীশুর জল ও রক্তে বিশ্বাস করে: যীশুর বাপ্তিস্ম এবং যীশু যে সদাপ্রভুর(God) পুত্র এই সত্যে।
অতএব, যারা যীশুতে বিশ্বাস করে তারা যীশুর বাপ্তিস্ম ও রক্তের সত্যতায় বিশ্বাস করে উদ্ধার পেতে পারে এবং ধার্মিক হিসেবে অনন্ত জীবন লাভ করতে পারে। আমাদের সবাইকে এটি বিশ্বাস করতে হবে।
কে আমাদের উদ্ধার করেছেন? যিনি আমাদের উদ্ধার করেছেন তিনি কি সদাপ্রভু(God), নাকি তাঁর সৃষ্টি আমাদের উদ্ধার করেছে? যিনি আমাদের উদ্ধার করেছেন তিনি হলেন যীশু, যিনি সদাপ্রভু(God)। আমরা উদ্ধার পেয়েছি কারণ আমরা সদাপ্রভুর(God) উদ্ধারে বিশ্বাস করেছি, এবং এটিই মুক্তির পরিত্রাণ।
 
 
যীশু হলেন উদ্ধারের প্রভু
 
‘খ্রীষ্ট’ এর অর্থ কী?
যাজক, রাজা এবং ভাববাদী
 
যীশু খ্রীষ্ট হলেন সদাপ্রভু(God)। যীশু অর্থ ত্রাণকর্তা, এবং খ্রীষ্ট অর্থ ‘অভিষিক্ত ব্যক্তি’। পুরাতন নিয়মে যেমন শমূয়েল শৌলকে অভিষেক করেছিলেন, তেমনি রাজাদের অভিষেক করা হত, যাজকদের অভিষেক করা হত এবং একজন ভাববাদী তার ভাববাদীর কর্তব্য পালন করতে হলে তাকেও অভিষেক করতে হত।
যীশু এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনটি দায়িত্বের জন্য অভিষিক্ত হয়েছিলেন: যাজক, রাজা এবং ভাববাদীর দায়িত্ব। স্বর্গীয় যাজক হিসেবে, তিনি মানুষের পাপ নিজের উপর নেওয়ার জন্য বাপ্তিস্ম নিয়েছিলেন।
তিনি পিতার ইচ্ছার প্রতি আনুগত্য দেখিয়ে নিজেকে পিতার সামনে পাপবলি হিসেবে উৎসর্গ করেছিলেন। “আমিই পথ, সত্য ও জীবন। আমার মাধ্যম ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না” (যোহন ১৪:৬)। যীশু তাঁর বাপ্তিস্ম এবং তাঁর ক্রুশে মৃত্যুর মাধ্যমে আমাদের সমস্ত পাপ বহন করেছেন এবং তাঁর উপর বিশ্বাস করা আমাদের উদ্ধার করেছেন।
“কারণ দেহের প্রাণ রক্তের মধ্যে থাকে” (লেবীয় পুন্তক ১৭:১১)। যীশু তাঁর বাপ্তিস্মের পর ক্রুশে রক্তপাত করেছিলেন; এভাবে তিনি আমাদের পাপের বেতন হিসেবে সদাপ্রভুর(God) সামনে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন যাতে আমরা বিশ্বাসীরা উদ্ধার পেতে পারি।
তিনি ক্রুশে মৃত্যুর তিন দিন পর পুনরুত্থিত হয়েছিলেন এবং কারাগারে আটকে থাকা আত্মাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন। যারা এখনও মুক্তি পায়নি তারা পাপের কারাগারে আধ্যাত্মিক বন্দীর মতো, এবং তাদের কাছে যীশু সত্যের সুসমাচার, জল ও রক্তের সুসমাচার প্রচার করেছিলেন। সদাপ্রভু(God) আমাদের উদ্ধার করার জন্য জল ও পবিত্র আত্মার সুসমাচার দিয়েছেন। যে কেউ তা বিশ্বাস করে সে নতুন জন্ম জন্মগ্রহণ করে।
 
 

যীশুর বাপ্তিস্ম এবং রক্ত পাপীদের উদ্ধার করে

 
কীভাবে আমরা সদাপ্রভুর(God) সামনে একটি শুদ্ধ বিবেক পেতে পারি?
যীশুর বাপ্তিস্ম এবং রক্তে বিশ্বাস করার মাধ্যমে
 
যীশু খ্রীষ্ট আমাদের ত্রাণকর্ত্তা, এবং এটি ১ পিতর ৩:২১ এ সাক্ষ্য দেওয়া হয়েছে, “এখন একটি প্রতিরূপও আছে যা আমাদের রক্ষা করে—বাপ্তিস্ম (যা দেহের ময়লা দূর করা নয়, কিন্তু সদাপ্রভু(God)র প্রতি শুদ্ধ বিবেকের উত্তর)।” পাপীদের পরিত্রাণের জন্য যীশুর বাপ্তিস্মের জল অপরিহার্য। 
যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে সমস্ত পাপীদের পাপ নিজের উপর নিয়ে সেই পাপগুলি ধুয়ে মুছে ফেলেছেন। আপনি কি যীশুর বাপ্তিস্মে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে যীশুর বাপ্তিস্মের মাধ্যমে আমাদের হৃদয় সমস্ত পাপ থেকে পরিপূর্ণভাবে ধোয়া হয়েছে? আমাদের হৃদয় সমস্ত পাপ থেকে পরিষ্কার হয়েছে, কিন্তু আমাদের দেহ এখনও পাপ করে।
‘উদ্ধার পেয়েছি’ এর অর্থ এই নয় যে আমরা আর কখনও পাপ করব না। আমরা পাপ করি। তবে, তাঁর বাপ্তিস্মের প্রতি আমাদের বিশ্বাসের কারণে আমাদের হৃদয় পাপ থেকে পরিষ্কার অবস্থায় বজায় থাকে। এর অর্থ হল, “যা দেহের ময়লা দূর করা নয়, কিন্তু সদাপ্রভু(God)র প্রতি শুদ্ধ বিবেকের উত্তর” (১ পিতর ৩:২১)।
যেহেতু যীশু আমার পাপ ধুয়ে মুছে ফেলেছেন, এবং যেহেতু সদাপ্রভু(God) আমার পাপের বিচার গ্রহণ করেছেন, আমি কীভাবে তাঁকে বিশ্বাস না করতে পারি? জেনে যে যীশু, যিনি সদাপ্রভু(God), তাঁর বাপ্তিস্ম ও রক্তের মাধ্যমে আমাকে উদ্ধার করেছেন, আমি কীভাবে তাঁকে বিশ্বাস না করতে পারি? আমরা সদাপ্রভুর(God) সামনে উদ্ধার পেয়েছি এবং এখন আমাদের বিবেক পরিষ্কার। যেমন আমরা বলতে পারি না যে সদাপ্রভু(God) আমাদের ভালোবাসেন না, তেমনি আমরা আর সদাপ্রভুর(God) সামনে বলতে পারি না যে যীশু সম্পূর্ণভাবে আমাদের পাপ ধুয়ে মুছে ফেলেননি।
আমাদের বিবেক অত্যন্ত সংবেদনশীল এবং যখনই আমরা কোনো ভুল করি তখন তা আমাদের জানায়। যদি আমাদের বিবেক সামান্যতম পরিমাণেও কষ্ট পায়, তাহলে যীশুর বাপ্তিস্মে বিশ্বাস না করে আমরা সম্পূর্ণভাবে পাপমুক্ত হতে পারি না। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা একটি শুদ্ধ বিবেক পেতে পারি।
যখন আমাদের বিবেক আমাদের বিরক্ত করে, তার মানে কিছু একটা ভুল আছে। যীশুর বাপ্তিস্মের জল পাপের সমস্ত ময়লা ধুয়ে মুছে ফেলে। যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে আমাদের সমস্ত পাপ নিয়ে নিয়েছেন এবং আমাদের পরিপূর্ণভাবে ধুয়ে পরিষ্কার করেছেন। যখন আমরা এটা সত্যিই বিশ্বাস করি, তখন আমাদের বিবেকও সত্যিকারভাবে পরিশুদ্ধ হতে পারে। কীভাবে আমাদের বিবেক পরিষ্কার হতে পারে? যীশুর বাপ্তিস্ম ও রক্তে বিশ্বাসের মাধ্যমে। প্রত্যেক মানুষ জন্মের সময় থেকেই একটি দুষ্ট ও নোংরা বিবেক নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু যদি আমরা বিশ্বাস করি যে আমাদের সমস্ত পাপ যীশুর উপর স্থানান্তরিত হয়েছে, তাহলে আমরা আমাদের সমস্ত পাপ দূর করতে পারি।
এটি নতুন জন্ম পাওয়া লোকদের বিশ্বাস। এটি এমন কিছু নয় যা আপনি সচেতনভাবে স্বীকার করেন। আপনার বিবেক কি পরিষ্কার? এটি কি পরিষ্কার কারণ আপনি একটি ভালো জীবন যাপন করেছেন, নাকি এটি পরিষ্কার কারণ আপনার সমস্ত পাপ যীশুর উপর স্থানান্তরিত হয়েছে এবং আপনি তাঁকে বিশ্বাস করেন? কেবলমাত্র এই বিশ্বাসের মাধ্যমেই আপনি একটি পরিষ্কার বিবেক পেতে পারেন।
জীবনের সাথে কথা আছে এবং জীবন ছাড়া কথা আছে। কীভাবে একজন মানুষের বিবেক পরিষ্কার হতে পারে? আমাদের ধার্মিক হতে এবং একটি পরিষ্কার বিবেক থাকার একমাত্র উপায় হল যীশুর মাধ্যমে সম্পূর্ণ উদ্ধারে বিশ্বাস করা।
যখন আমরা তাঁর বাপ্তিস্মে বিশ্বাস করে পবিত্রীকৃত হই, তখন এর অর্থ মাংসের নোংরামি দূর করা নয়, বরং সদাপ্রভুর(God) প্রতি একটি ভালো বিবেকের উত্তরকে বোঝায়। এর জন্যই তিনি এসেছিলেন এবং বাপ্তিস্ম নিয়েছিলেন, ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং এখন সদাপ্রভুর(God) ডান পাশে বসে আছেন।
সময় পূর্ণ হলে তিনি আবার এই পৃথিবীতে আসবেন। “যারা তাঁকে আগ্রহের সাথে অপেক্ষা করছে তাদের জন্য তিনি দ্বিতীয়বার আবির্ভূত হবেন উদ্ধারের জন্য, পাপ থেকে পৃথকভাবে” (ইব্রীয় ৯:২৮)। আমরা বিশ্বাস করি যে সেই তিনি আসবেন আমাদের নিতে যারা তাঁর বাপ্তিস্ম ও রক্তে বিশ্বাস করি এবং আগ্রহের সাথে তাঁর জন্য অপেক্ষা করছি।
 
 
বিশ্বাসের একটি ক্লিনিকাল পরীক্ষা
 
আমরা কি যীশুর বাপ্তিস্ম ছাড়া উদ্ধার পেতে পারি?
কখনোই না
 
আমরা অপ্রত্যাশিতভাবে আমাদের একটি গির্জায় একটি ছোট ক্লিনিকাল পরীক্ষা পরিচালনা করে ফেললাম।
এই গির্জার পাস্টর পার্ক যীশুর বাপ্তিস্মের অর্থ উল্লেখ না করেই দম্পতিকে বলেছিলেন যে পৃথিবীতে কোনো পাপ নেই। স্বামী যখন অন্য গির্জায় যেতেন, উপদেশের মধ্যে তিনি প্রায়ই ঘুমিয়ে পড়তেন, কারণ সব পাস্টররা সুসমাচার প্রচার করলে যীশুর বাপ্তিস্মের মাধ্যমে উদ্ধারের বিষয়টি বাদ দিয়ে এবং প্রতিদিন তাকে অনুতাপ করার জন্য চাপ দিতেন।
তবে সেই গির্জায় তিনি শুনেছিলেন যে তাঁর সমস্ত পাপ যীশুর উপর স্থানান্তরিত হয়েছে, এবং তিনি চোখ বড় করে উপদেশ শুনেছিলেন। এটি তাঁর স্ত্রীর পক্ষে তাঁকে গির্জায় একসাথে আসতে রাজি করানো সহজ করে তুলেছিল। 
একদিন, তিনি গির্জায় বসে রোমীয় ৮:১ শুনলেন। “অতএব এখন যারা খ্রীষ্ট যীশুতে আছে তাদের জন্য কোনো দণ্ডাজ্ঞা নেই।” তখন, তিনি তৎক্ষণাৎ ভাবলেন, ‘আহা, যদি কেউ যীশুতে বিশ্বাস করে, সে পাপহীন। যেহেতু আমি যীশুতে বিশ্বাস করি, আমিও পাপহীন।’
তাই তিনি তাঁর শ্যালক এবং অনেক বন্ধুদের একে একে ফোন করে বললেন, “তোমার হৃদয়ে কি পাপ আছে? তাহলে তোমার বিশ্বাস সঠিক নয়।” এতে পাস্টর পার্ক হতবুদ্ধি হয়ে পড়লেন। স্বামী যীশুর বাপ্তিস্ম সম্পর্কে জানতেন না, কিন্তু তিনি সবার কাছে জোর দিয়ে বলছিলেন যে তিনি এখন পাপহীন।
তারপর দম্পতির মধ্যে সমস্যা দেখা দিতে শুরু করল। স্ত্রী তার স্বামীর চেয়ে আরও বিশ্বাসী ছিলেন, কিন্তু তার হৃদয়ে এখনও পাপ ছিল, অথচ স্বামী বলছিলেন যে তিনি পাপহীন। স্বামী মাত্র কয়েকবার গির্জায় গিয়েছিলেন, কিন্তু তিনি বলছিলেন যে তিনি ইতিমধ্যেই পাপহীন।
স্ত্রী নিশ্চিত ছিলেন যে তাদের দুজনের হৃদয়েই এখনও পাপ আছে। তারা এ নিয়ে তর্ক শুরু করলেন। স্বামী জোর দিয়ে বললেন যে তিনি পাপহীন কারণ “অতএব এখন যারা খ্রীষ্ট যীশুতে আছে তাদের জন্য কোনো দণ্ডাজ্ঞা নেই।” আর স্ত্রী যুক্তি দিলেন যে তার হৃদয়ে এখনও পাপ আছে।
এরপর একদিন তার স্ত্রী এত রেগে গিয়েছিলেন যে তিনি পাস্টরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং জিজ্ঞাসা করার জন্য যে সব পাপ যীশুর উপর স্থানান্তরিত হয়েছে বলার অর্থ কী ছিল। 
তাই একদিন সন্ধ্যার উপাসনার পর, তিনি তার স্বামীকে বাড়ি পাঠিয়ে দিলেন এবং পাস্টর পার্কের মুখোমুখি হলেন প্রশ্নটি নিয়ে। স্ত্রী বললেন, “আমি জানি আপনি আমাদের কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আমি নিশ্চিত যে একটি গুরুত্বপূর্ণ অংশ লুকানো আছে। দয়া করে আমাকে বলুন সেটা কী।” তাই পাস্টর পার্ক স্ত্রীকে জল ও পবিত্র আত্মা দ্বারা নতুন জন্মের সুসমাচার প্রচার করলেন।
তখন স্ত্রী তৎক্ষণাৎ বুঝতে পারলেন কেন রোমীয় ৮:১ এ লেখা আছে, “অতএব এখন যারা খ্রীষ্ট যীশুতে আছে তাদের জন্য কোনো দণ্ডাজ্ঞা নেই।” স্ত্রী তৎক্ষণাৎ বিশ্বাস করলেন এবং উদ্ধার পেলেন। স্ত্রী অবশেষে বুঝতে পারলেন যে আমাদের সমস্ত পাপ যীশুর বাপ্তিস্মের মাধ্যমে তাঁর উপর স্থানান্তরিত হয়েছিল যাতে যারা খ্রীষ্টে আছে তারা দণ্ডিত না হয়।
স্ত্রী বাইবেলে লিখিত বাক্য বুঝতে শুরু করেন। স্ত্রী অবশেষে জানতে পারলেন যে উদ্ধারের চাবিকাঠি ছিল যীশুর বাপ্তিস্ম এবং আমরা বাপ্তিস্মের উদ্ধারের মাধ্যমে ধার্মিক হতে পারি।
স্বামী বাড়ি যাননি কিন্তু স্ত্রীর জন্য বাইরে অপেক্ষা করছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “তুমি কি এখন উদ্ধার পেয়েছ?”
কিন্তু স্বামী পাস্টর তার স্ত্রীকে যা বলেছিলেন তা শুনে নিজেই বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি কখনও যীশুর বাপ্তিস্ম সম্পর্কিত সুসমাচার শোনেননি, এটাই কারণ। তিনি নিশ্চিত ছিলেন যে যীশুর বাপ্তিস্ম না নিয়েও তার হৃদয়ে আর পাপ নেই। তাই বাড়িতে, তারা আবার তর্ক করলেন।
এবার, অবস্থান উল্টে গেল। স্ত্রী স্বামীকে চাপ দিতে থাকলেন যে তার হৃদয়ে পাপ আছে কি না। স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করলেন যীশুর বাপ্তিস্মে বিশ্বাস না করে কীভাবে তার পাপ নেই হতে পারে। স্ত্রী স্বামীকে তার নিজের বিবেক পর্যালোচনা করতে পরামর্শ দিলেন। তার বিবেক পরীক্ষা করে তিনি উপলব্ধি করলেন যে তার হৃদয়ে এখনও পাপ আছে।
তাই তিনি পাস্টর পার্কের কাছে এসে স্বীকার করলেন যে তার হৃদয়ে পাপ আছে। এবং তিনি জিজ্ঞাসা করলেন, “তারা যখন পাপবলির ছাগলের মাথায় হাত রাখত, তখন সেটা কি তাকে হত্যা করার আগে, নাকি হত্যা করার পরে।” তিনি কখনও জল ও পবিত্র আত্মার সুসমাচার শোনেননি। তাই তিনি ভীষণভাবে বিভ্রান্ত হয়ে পড়লেন। 
এটাই ছিল এই আধ্যাত্মিক পরীক্ষার মূল বিষয়। যীশু পৃথিবীর সমস্ত পাপ বহন করার জন্য অবশ্যই বাপ্তিস্ম নিতে হয়েছিল। কেবল তারপরই, তিনি ক্রুশে মৃত্যুবরণ করতে পেরেছিলেন কারণ পাপের বেতন হল মৃত্যু।
“তারা কি বলিদানের পশুর মাথায় হাত রাখত এটাকে হত্যা করার আগে, নাকি পরে?” তিনি এই প্রশ্ন করেছিলেন কারণ তিনি হাত রাখা এবং যীশুর বাপ্তিস্ম নিয়ে বিভ্রান্ত ছিলেন। তাই পাস্টর পার্ক তাকে যীশুর বাপ্তিস্মের মাধ্যমে উদ্ধারের বিষয়টি ব্যাখ্যা করলেন।
সেদিন স্বামী প্রথমবারের মতো জল ও পবিত্র আত্মার সুসমাচার শুনে উদ্ধার পেলেন। তিনি মাত্র একবার সুসমাচার শুনে মুক্তি লাভ করলেন।
এটি ছিল যীশুর বাপ্তিস্ম সম্পর্কিত বাণী উল্লেখ না করেই করা একটি পরীক্ষা। আমরা হয়তো বলতে পারি যে আমাদের কোনো পাপ নেই কিন্তু যীশুর বাপ্তিস্ম ছাড়া আমাদের হৃদয়ে নিশ্চয়ই এখনও পাপ আছে। লোকেরা সাধারণত বলে যে যীশু ক্রুশে মৃত্যুবরণ করে সব পাপ ধুয়ে মুছে ফেলেছেন, কিন্তু কেবল যারা যীশুর বাপ্তিস্ম ও রক্তে বিশ্বাস করে তারাই সদাপ্রভুর(God) সামনে নিজেদের পাপ নেই বলতে পারে। 
পাস্টর পার্ক এই দম্পতির মাধ্যমে প্রমাণ করলেন যে যীশুর বাপ্তিস্মে বিশ্বাসের মাধ্যমে উদ্ধার না পেলে আমরা আমাদের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারি না।
 
 

পরিত্রাণের প্রতিরূপ: যীশুর বাপ্তিস্ম

 
পরিত্রাণের প্রতিরূপ কী?
যীশুর বাপ্তিস্ম
 
“এখন একটি প্রতিরূপও আছে যা আমাদের রক্ষা করে—বাপ্তিস্ম।” যীশু আমাদের পৃথিবীতে এসেছিলেন জগতের সমস্ত পাপ ধুয়ে ফেলতে, আমাদের বিবেককে তুষারের মতো শুভ্র করতে। যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে সমস্ত পাপ নিজের উপর নিয়েছিলেন বলে আমরা সব পাপ থেকে শুদ্ধ হয়েছি। তিনি তাঁর বাপ্তিস্ম ও রক্তের মাধ্যমে আমাদের উদ্ধার করেছেন। অতএব, সমস্ত মানবজাতির উচিত তাঁর সামনে হাঁটু গেড়ে বসা।
আমরা যীশুতে বিশ্বাস করে উদ্ধার পাই। আমরা যীশুতে বিশ্বাস করে সদাপ্রভুর(God) সন্তান হই এবং স্বর্গরাজ্যে যাই। আমরা যীশুতে বিশ্বাস করে ধার্মিক হই। আমরা রাজকীয় যাজকবর্গ। আমরা সদাপ্রভুকে(God) আমাদের পিতা বলে ডাকতে পারি। আমরা এই পৃথিবীতে বাস করি, কিন্তু আমরা রাজা।
আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে সদাপ্রভু(God) আমাদের উদ্ধার করেছেন যারা জল ও পবিত্র আত্মার মুক্তিতে বিশ্বাস করি? যীশুর বাপ্তিস্ম ছাড়া আমাদের উদ্ধার কখনোই সম্পূর্ণ হতে পারে না। সদাপ্রভু(God) ও যীশু যে সত্য বিশ্বাসকে ঘোষণা করেন তা হল যীশুর বাপ্তিস্ম, তাঁর ক্রুশের রক্ত এবং পবিত্র আত্মার মাধ্যমে আমাদের উদ্ধারের সুসমাচারে বিশ্বাস করা। এটাই একমাত্র সত্য বিশ্বাস।
যীশু তাঁর বাপ্তিস্মের মাধ্যমে আমাদের পাপ মুছে ফেললেন, এবং যখন তিনি ক্রুশে রক্তপাত করলেন তখন আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করলেন। খ্রীষ্ট যীশু আমাদের জল ও পবিত্র আত্মার মাধ্যমে উদ্ধার করেছেন। হ্যাঁ! আমরা বিশ্বাস করি! 
 
এই ধর্মোপদেশটি ই-বই ফরম্যাটেও পাওয়া যায়। নীচের বইয়ের কভারে ক্লিক করুন।
আপনি কি সত্যই জল ও পবিত্র আত্মা হতে নতুন জন্ম নিয়েছেন? [নতুন সংশোধিত সংস্করণ]