সমাগম তাম্বু (III): জল ও আত্মার সুসমাচারের পূর্বপ্রকাশ
Rev. Paul C. Jong
সূচীপত্র
মুখপত্র 1. সমাগম তাম্বুতে প্রকাশিত পাপীদের পরিত্রাণ (যাত্রাপুস্তক ২৭:৯-২১) 2. সমাগম তাম্বুর প্রাঙ্গনের স্তম্ভসমূহ (যাত্রাপুস্তক ২৭:৯-১৯) 3. শিটীম কাষ্ঠ দ্বারা যজ্ঞবেদী তৈরী করে পিত্তল দ্বারা মুড়িলেন (যাত্রাপুস্তক ৩৮:১-৭) 4. ধুপবেদী হচ্ছে এমন একটা স্থান যেখানে ঈশ্বর তাঁর অনুগ্রহ প্রদান করেন (যাত্রাপুস্তক ৩০:১-১০) 5. সমাগম তাম্বুতে ব্যবহূত রৌপ্যের চুঙ্গির আত্মিক তাত্পর্য (যাত্রাপুস্তক ২৬:১৫-৩০) 6. অনুগ্রহের সিংহাসন (যাত্রাপুস্তক ২৬:১৫-৩০) 7. জল ও আত্মার সুসমাচার হচ্ছে সৌন্দর্যের অলংকার (যাত্রাপুস্তক ২৫:৩১-৪১) 8. প্রধান যাজকের পোশাকে আধ্যাত্মিক নিগূঢ়তত্ত্ব গুপ্ত রয়েছে (যাত্রাপুস্তক ২৮:১-৪৩) 9. সদাপ্রভুর উদ্দেশে পবিত্রতা (যাত্রাপুস্তক ২৮:৩৬-৪৩) 10. বিচারার্থক বুকপাটা (যাত্রাপুস্তক ২৮:১৫-৩০) 11. মহাযাজকের শুচিকরণের পাপার্থক বলি (যাত্রাপুস্তক ২৯:১-১৪) 12. প্রায়শ্চিত্তের দিনে মহাযাজক নৈবেদ্য উৎসর্গ করতেন (লেবীয়পুস্তক ১৬:১-৩৪) 13. প্রধান যাজকের পোশাকে ব্যবহৃত উপকরণসমূহ (যাত্রাপুস্তক ২৮:১-১৪)
সমাগম তাম্বুর নিগূঢ় সত্য আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? শুধুমাত্র জল ও আত্মার সুসমাচার জেনে সমাগম তাম্বুর প্রকৃত সার –এর মহ্যমেই আমরা এই প্রশ্নটির সঠিক উত্তর বুঝতে ও জানতে পারি| বস্তুতঃ সমাগম তাম্বুর ফটক দ্বারে প্রতীয়মান নীল, বেগুনী ও লাল এবং সাদা মিহি মসীনা বস্ত্র আমাদের কাছে নতুন নিয়মের যীশু খ্রীষ্টের কার্যকাল প্রকাশ করে যা মানবজাতিকে পাপ মুক্ত করেছে| এইভাবে পুরাতন নিয়মে সমাগম তাম্বুর বাক্য এবং নতুন নিয়মের বাক্য নির্দিষ্ট রূপে একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পর্কযুক্ত, সাদা মিহি মসীনা সুতার মত| কিন্তু দুর্ভাগ্যবশতঃ খ্রীষ্টধর্মের সত্য অনুসন্ধানকারীদের কাছে এই সত্যটি অনেকদিন যাবৎ লুকাইত ছিল|
যীশু খ্রীষ্ট এই জগতে এসে যোহনের দ্বারা বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন এবং ক্রুশে তাঁর রক্ত সেচন করেছিলেন৷ জল ও আত্মার সত্য সুসমাচার না বুঝলে এবং বিশ্বাস না করে আমাদের মধ্য কেউই সমাগম তাম্বুতে প্রকাশিত সত্য খুঁজে পাবে না| আমাদের সবাইকে সমাগম তাম্বুর ফটক দ্বারে প্রতীয়মান নিল, বেগুনী ও লাল এবং সাদা মিহি মসীনা বস্ত্রের সত্যতা বোঝা এবং জানা প্রয়োজন|